Logo
Logo

ক্যাম্পাস

আবাসন সমস্যা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:০০

আবাসন সমস্যা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন। তাদের এ আন্দোলনের মধ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম ও উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

তারা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় আলোচনায় বসার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় এবং কর্মসূচি প্রত্যাহার করেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমি বলেন, ‘আমরা আলোচনায় যাব, তবে তিনটি শর্তে। প্রথমত, অস্থায়ী আবাসনের ব্যবস্থা কী হবে তা জানাতে হবে; দ্বিতীয়ত, সিট জরুরি প্রয়োজন ভিত্তিক নির্বাচনের জন্য বিভাগের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে হবে; এবং তৃতীয়ত, নতুন হলের স্থান নিশ্চিত করতে হবে।’

শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, ‘প্রশাসন আমাদের শর্তগুলি পূরণ করবে, তারপরই আলোচনায় যাবো। আমরা বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করব, যদি শর্তগুলো পূরণ না হয়, তাহলে আবার অনশনে বসবো।’

এর আগে, ২৯ ডিসেম্বর, শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে ৭টি দাবি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে- নতুন হলের নির্মাণ, গণরুম বিলুপ্তি, এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা।

কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘আগামী তিন বছরের মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বর্তমান সিট সংকটের সমাধান সম্ভব নয়।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর