Logo
Logo

ক্যাম্পাস

কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ভর্তিযোদ্ধা ২৪৫২৭

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ভর্তিযোদ্ধা ২৪৫২৭

ছবি : বাংলাদেশের খবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তির জন্য প্রস্তুত। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় ১৬টি বিভাগের ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়াই করবেন রেকর্ড সংখ্যক ২৪ হাজার ৫২৭ জন প্রার্থী। এতে প্রতি আসনের বিপরীতে গড়ে ২৩ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় কুয়েট কনফারেন্স রুমে খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ মাছুদ এ তথ্য জানান।

গত কয়েক বছর প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার কুয়েট নিজস্ব ব্যবস্থাপনায় ভ‌র্তি পরীক্ষা পরিচালনা করছে।

পরীক্ষা ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ‘খ’ গ্রুপের প্রার্থীদের জন্য অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। খুলনা নগরীর ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কক্ষভিত্তিক আসন বিন্যাস ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় প্রার্থীদের উচ্চমাধ্যমিকের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ পরীক্ষা হবে ৬০০ নম্বরের।

‘ক’ গ্রুপ: পরিকল্পনা বিভাগ। ‘খ’ গ্রুপ: ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ।

কোন বিভাগে কত আসন :

সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) ১২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ১২০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ৬০, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) ৬০টি।

তাছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) ৬০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ৬০, আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (ইউআরপি) ৬০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) ৬০, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে।

আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) ৩০ এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) ৩০ জন রয়েছে।

সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদন প্রক্রিয়া গত ৪ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর শেষ হয়। প্রার্থীদের প্রবেশপত্র ইতোমধ্যে ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষার ফল বা মেধাতালিকা ২৬ জানুয়ারি প্রকাশ করা হবে।

ভর্তি কমিটির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম বলেন, সেশনজট নিরসনের জন্য দে‌শের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে খুলনায় প্রায় এক লাখ অতিরিক্ত মানুষের আগমন ঘটতে পারে। তাদের সার্বিক সহযোগিতার জন্য খুলনাবাসীর কাছে অনুরোধ জানান তিনি। 

ত‌রিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর