প্রক্টরের ওপর হামলা
৩ দাবিতে জবি শিক্ষক সমিতির ৭২ ঘণ্টার আল্টিমেটাম
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা, হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর তিন দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।
বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় শিক্ষকরা বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার ভেতরে এই আক্রমণের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির গঠন করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে রায়সাহেব বাজার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকা সব বাসস্ট্যান্ড ও লেগুনা স্ট্যান্ড অপসারণ করতে হবে।’
শিক্ষকরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণের অর্থ বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। আমরা প্রক্টর স্যারের ওপর আক্রমণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আক্রমণের সময় আক্রমণকারীরা বলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইনি শিক্ষকদের পেয়েছি, মার তাদের। এটা পরিকল্পিত ও বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকিস্বরূপ।’
এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, ‘অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর আক্রমণ আওয়ামী প্রেতাত্মার পরিকল্পিত আক্রমণ হতে পারে। শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি জানাতে চাই, আগামী ৭২ ঘণ্টার ভেতরে এই আক্রমণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষার্থী ওই আক্রমণের সাথে জড়িত কি না, তা খুঁজে বের করতে হবে। আগামী ৭২ ঘণ্টার ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রায় সাহেব বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা সব বাস স্ট্যান্ড ও লেগুনায় স্ট্যান্ড অপসারণ করতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা কাম্য ছিল না। আমরা যেসব দাবি জানিয়েছি, তা পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তায় শিক্ষক সমিতি সর্বদা সোচ্চার থাকবে।’
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রক্টর ও তার গাড়ির ড্রাইভার আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
জান্নাতুন নাইম/এমজে