ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
ঘোষণা অনুযায়ী, আগামী রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।
এ বিষয়ে গণঅনশন কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব ও জবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আপৎকালীন অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবি জানিয়েছি। প্রশাসন বারবার আমাদের আশ্বাস দিয়েও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
ফয়সাল মুরাদ আরও বলেন, ‘জুলাই বিপ্লবে আমি এবং আমার সহযোদ্ধা ফেরদৌস অনশনের ডাক দিয়েছি। আমরা আগামী রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় অনশন কর্মসূচিতে বসতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে গণঅনশনের ডাক দিয়েছেন।’
আন্দোলনের অন্যতম সংগঠক এ কে এম রাকিব বলেন, ‘মন্ত্রণালয়ের মিটিংয়ের পর আমরা আমাদের নতুন প্রশাসনে একটা যৌক্তিক সময় দিয়েছিলাম। কিন্তু এতদিন পার হলেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। পুনরায় তারা আবার চিঠি চালাচালির বিষয়টি দেখাচ্ছে। এজন্য আমরা অনশনের ঘোষণা করেছি। যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয় আমরা আমরণ অনশনে থাকব।’
আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘গত ১২ নভেম্বর দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য আমরা যখন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম। দুই মাস পার হলেও আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি পাইনি। প্রশাসন কিংবা সচিবালয় থেকে আমাদের কোনো অগ্রগতি জানানো হয়নি। এজন্য আমরা অনশন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরে বাধা নেই। এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। তবে দুই মাস পেরোলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
জেএন/এমআই