Logo

ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিন ধরে নাম পরিবর্তনের দাবি জানানোর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নিজেরাই কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি হলের নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার টানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. মেহেদী হাসান বলেন, ‘হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে। উপাচার্যের সাথে কিছু কথা হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শিক্ষার্থীরা যদি কিছু করে থাকে, সেটা তাদের নিজস্ব উদ্যোগেই করেছে।’

জানা গেছে, শিক্ষার্থীরা গত ১৪ জানুয়ারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নামের ব্যানার সরিয়ে নতুন করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ নাম দিয়েছেন। একইসঙ্গে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ নামকরণ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি শাখার একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের হল ও লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন তারা। ২ ডিসেম্বর এ বিষয়ে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা নিজেরাই সম্মিলিত সিদ্ধান্তে নাম পরিবর্তন করেছেন।

মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, ‘আমরা প্রশাসনকে অনেক আগেই স্মারকলিপি দিয়েছিলাম। তবে তাদের কোনো উদ্যোগ না দেখে নিজেরাই নাম পরিবর্তন করেছি। বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাম সরিয়ে নতুন নামকরণ করে ব্যানার লাগিয়েছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের এই পদক্ষেপ নিয়ে প্রশাসনের আলোচনা চলছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্য এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনের দাবি জানিয়ে আসছেন। 

জেআই জুয়েল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর