Logo

ক্যাম্পাস

জাবির তরী স্কুলের শিশুদের শিক্ষাসামগ্রী দিল লাল সবুজ উন্নয়ন সংঘ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৬

জাবির তরী স্কুলের শিশুদের শিক্ষাসামগ্রী দিল লাল সবুজ উন্নয়ন সংঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী স্কুল’-এর শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ। 

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। উপহার তুলে দেন,  লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু শিক্ষার্থীরা। 

এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা লালসবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের তরী স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও উপহার বিতরণের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘ সারাদেশে মাদক, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও আমরা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রববানী বলেন, ‘আমি আশা করব, লাল সবুজ উন্নয়ন সংঘ তাদের এই মহৎ কাজ অব্যাহত রাখবে। আমাদের ক্যাম্পাসে যেসব শিশুরা বসবাস করে তারা সবাই আমাদের ভালোবাসা যত্নে শিক্ষা গ্রহণ করবে ও বেড়ে উঠবে।’

আয়োজনে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, তরী স্কুলের সভাপতি শাফায়াত মীর, সম্পাদক কাউসার, লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের কার্যনির্বাহী সদস্য তুবা, হাদি, ইব্রাহিম, ইমন, নাদিয়া, রিনা প্রমুখ।

আমানউল্লাহ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর