ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্ব
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিএসসির শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে মৌলভীবাজার জেলার প্রার্থী আহমেদ রায়হান ফারহী এবং সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জ জেলার প্রার্থী মো. মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার প্রার্থী মো. শাহিনুর রহমান এবং সিলেট জেলার রুবেল আহমদ রাহী।
বিগত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট এবং সুনামগঞ্জ জেলা থেকে ছিল। ফলে অনুচ্ছেদ ৭-এর জেলা কোটা অনুসারে এবছর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই জেলা থেকে সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচনে ৭জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ২২৮জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।
এটিআর/