Logo

ক্যাম্পাস

৪৩ তম বিসিএস

প্রজ্ঞাপন জারির দাবিতে বাদ পড়াদের 'সমবেত কর্মসূচি'

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৯

প্রজ্ঞাপন জারির দাবিতে বাদ পড়াদের 'সমবেত কর্মসূচি'

ছবি : বাংলাদেশের খবর

৪৩ তম বিসিএসে ২য় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের প্রজ্ঞাপন এখনো হয়নি। প্রজ্ঞাপন জারির দাবিতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে 'সমবেত কর্মসূচি' পালন করেছেন তারা। এসময় তারা তাদের হতাশা ও মানসিক পীড়নের কথাও তুলে ধরেন।  

তাদের দাবি হলো- আগামী (২৬ জানুয়ারি) রোববারের মধ্যেই একটি প্রজ্ঞাপন দিতে হবে যেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা চাকরিতে যোগদান করতে পারেন।

৪৩ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শাহ মোহাম্মাদ রায়হান হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের ফাইল গত ১৯ জানুয়ারি রোববার থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব মোখলেসুর রহমান স্যার স্বাক্ষর করে আমাদের প্রজ্ঞাপনের সামারি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছেন।’

৪৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মতিউর রহমান বলেন, ‘কঠোর পরিশ্রম করে মেধায় চাকরি পেলাম, অথচ আজ সেই চাকরিতেই যোগ দিতে পারছি না। ৪৩তম বিসিএস সহকর্মীগণ যোগ দিয়েছেন গত ১৫ জানুয়ারি। কিন্তু আজও আমাদের অপেক্ষায় দিন গুনতে হচ্ছে। আমাদের মানসিক যন্ত্রণাটি একবার বোঝার চেষ্টা করুন আপনারা। চাকরি পেয়েও আজ আমাদের বাবা, মা মানসিক বিষণ্নতা ও হতাশায় ভুগছেন।’

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার মিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘৪৩তম বিসিএসে বাদ পড়ে যাওয়া আমাদের এই ২২৭ জনের সুখের দুয়ারে এমন দুঃখের অনল আজ আমাদের বাস্তুহারা করেছে। আমাদেরকে দেয়া আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু আজও ঘরে ফিরতে পারিনি৷’ 

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন। ২৬৭ জনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪০ জন। ফলে এখন গেজেট বঞ্চিত প্রার্থীর সংখ্যা ২২৭। গেজেট থেকে বাদ না পড়লে এই ২২৭ জন প্রার্থী ৪৩তম বিসিএসের অন্য প্রার্থীদের সঙ্গে গত ১৫ জানুয়ারি বিভিন্ন ক্যাডারে চাকরিতে যোগ দিতে পারতেন। কিন্তু সেটি না হওয়ায় আজ লাইব্রেরির সামনে এক জমায়েতে আগামী রবিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে দিনব্যাপী সমবেত  কর্মসূচি পালন করেছেন তারা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই তাঁরা চাকরিতে যোগ দিতে চান।

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর