Logo

ক্যাম্পাস

উপাচার্যের সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

Icon

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

উপাচার্যের সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

ছবি : বাংলাদেশের খবর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)। 

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য রাবিপ্রবিসাসকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

উপাচার্য আতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের পাশাপাশি যে কোনো ভুলত্রুটি তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

এ সময় সাংবাদিক সমিতির নেতারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাবিপ্রবিসাসের সভাপতি মো. আহসান হাবীব, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী ও সদস্য ফায়রুজ মেহেদী।

আহসান হাবীব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর