Logo

ক্যাম্পাস

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

Icon

জাবি সংবাদদাতা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫০

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

আন্দোলনরত মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।

এ সময় শিক্ষার্থীদের ‘চব্বিশের চেতনা, পুলিশি রাষ্ট্র না’, ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসবাদের তাবেদার’, ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’, ‘টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না’, ‘মাদ্রাসা শিক্ষার জাতীয়করণ, করতে হবে করতে হবে’, ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।

সমাবেশে দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, পুলিশের সংস্কারে স্বৈরাচারী কাঠামো থেকে বের হওয়া জরুরি। কিন্তু এখনো সেটি হয়নি। পুলিশ একদিকে কিছু মিছিলকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে অন্য মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল প্রয়োগ করছে। কোনো সভ্য রাষ্ট্রে এমন বলপ্রয়োগ অগ্রহণযোগ্য। আমরা ঢাকায় মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই।

এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, আমরা ভেবেছিলাম হাসিনা সরকারের পতনের পর নিপীড়নের চিত্র আর দেখব না। কিন্তু ইন্টারিম সরকার আসার পরও সেই নিপীড়ন অব্যাহত রয়েছে। শ্রমিকরা মজুরির দাবিতে রাস্তায় নামলে তাদের ওপর গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশি বাহিনীর কাঠামোগত সংস্কার এখনো হয়নি, এবং হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, যদি এ সরকার জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে এ সরকারকেও বিদায় করতে বাধ্য হবে।

জেএন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর