ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সাদিক-নাফিস
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মোহাম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশিত কমিটিতে চলতি বছরের জুন পর্যন্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ২০১৮-১৯ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী সাদিক হোসেন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সভাপতি দায়িত্ব পালন করবেন ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী সাদ আরমান নাফিস। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।
কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন- যথাক্রমে নুরুদ্দিন মুহাম্মদ, সোহরাব হোসেন ও কাজী সাদমান আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের সাব্বির আহমেদ শিশির, আইন বিভাগের দুই শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান ও পারভেজ কাজী। সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ তাওহীদ ও হাসিবুর রহমান জাবেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস সেক্রেটারি হিসেবে রয়েছেন বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগের আবরার হোসেন।
সর্বমোট ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির ইংলিশ উইং‘র কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান।
মুহসীন হল ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাদিক হোসেন বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে মুহসীন হল ডিবেটিং ক্লাব কাজ করে আসছে আমি এর উত্তরোত্তর সফলতার জন্য দোয়া কামনা করি।’
সাধারণ সম্পাদক বলেন মোজাহিদুল ইসলাম বলেন, ‘মুহসীন হল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় এই ক্লাবের সদস্যরা সাফল্য ছিনিয়ে এনেছে। মুহসীন হল ডিবেটিং ক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে যুক্তির চর্চা ও একদল যুক্তিশীল মানুষ তৈরিতে কাজ করে যাবে।’
উল্লেখ্য, মুহসীন হল ডিবেটিং ক্লাব দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এমএমআই/এমআই