Logo

ক্যাম্পাস

জবিতে বাঁধনের সভাপতি মাবুদা, সম্পাদক নিশাদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯

জবিতে বাঁধনের সভাপতি মাবুদা, সম্পাদক নিশাদ

বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের নতুন কার্যকরী পরিষদ-২০২৫ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের উম্মে মাবুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই শিক্ষাবর্ষের তাসলিমুল হাসান নিশাদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বাঁধনের পঞ্চদশ ডোনার সংবর্ধনা ও নবীনবরণ শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপাচার্য বলেন, ‘বাঁধন শুধু রক্তদানের সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মহৎ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

কমিটির জোনাল প্রতিনিধি মোছা. রিমা, সহসভাপতি বাঁধন মাহমুদ ও মো. আ. হামিদ, সহ-সাধারণ সম্পাদক শিহাব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ানুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান ইসরাক, কোষাধ্যক্ষ জান্নাতুল মাওয়া লিসা, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের রিয়াদ, তথ্য ও শিক্ষা সম্পাদক আজিজুল হক ওজিল, নির্বাহী সদস্য খালিদ হাসান, হৃদয় বিশ্বাস, মিজানুল ইসলাম সায়েম, মো. সাফায়েত ও আসিফ রহমান।

সংগঠনের সদ্যসাবেক সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং প্রধান শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার।

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর