Logo

ক্যাম্পাস

সরকারি চাকরির গণ্ডি পেরিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪

সরকারি চাকরির গণ্ডি পেরিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো উদ্যোক্তা সন্ধ্যা আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)। ভেটেরিনারি শিক্ষার্থীদের সরকারি চাকরির নির্ভরতা থেকে বের করে প্রাইভেট সেক্টর ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কে জানাতেই এ আয়োজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রাইভেট সেক্টরে সফল ভেটেরিনারি উদ্যোক্তারা অংশ নেন।

আলোচকদের মধ্যে ছিলেন নোভিভো হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও আহকাব সভাপতি সায়েম উল হক, ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম খসরুজ্জামান, ডিএসএম ফারমেনিক বাংলাদেশের কান্ট্রি হেড ডা. বিশ্বজিৎ রায়, সেফ বায়ো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, ময়মনসিংহ পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও বাকৃবি ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে বক্তারা নতুন নেটওয়ার্ক তৈরি, ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বিএসভিইআরের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. সুকুমার সাহা বলেন, বিএসভিইআরের ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের সাথে সরাসরি সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাইভেট সেক্টর সম্পর্কে ধারণা পাচ্ছে।

সংগঠনের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, বর্তমান সরকারও সরকারি চাকরির ওপর শিক্ষার্থীদের নির্ভরতা কমাতে চায়। আত্মনির্ভরশীল হতে হলে উদ্যোক্তা হতে হবে। তিনি আরও জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) বিএসভিইআরের ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবির সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেটেরিনারি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। তরুণ ভেটেরিনারিয়ানদের উদ্ভাবনী চিন্তা অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসভিইআরের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন প্রমুখ।

আশিকুজ্জামান/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর