আখেরি মোনাজাত
মহাখালী ব্লকেড শিথিল, কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীরা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭
![মহাখালী ব্লকেড শিথিল, কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীরা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/02/bangldesher_khabor-BD-679f150897bcd.jpg)
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালীর আমতলী মোড়ের ব্লকেড কর্মসূচি বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের জন্য শিথিল করা হয়েছে। টানা পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয়েল দাবিতে আন্দোলন করছেন এই কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান মাহমুদ বাংলাদেশের খবরকে বলেন, মহাখালীর আমতলী মোড়ে আখেরি মোনাজাতের জন্য ব্লকেড শিথিল থাকবে। তবে ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান থাকবে শিক্ষার্থীদের।
তিনি বলেন, মূল ফটকে অবস্থানের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্ব স্থানগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।
এদিকে, রোববার দুপুর ১২টার দিকে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে গুলশান-মহাখালী সড়ক বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানা গেছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে বেশ কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। সবশেষ বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এর আগের দিন বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। এ সময় তারা ৭ দফা দাবি জানান।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে—
১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।
৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় 'আইন' এবং 'জার্নালিজম' বিষয় সংযোজন করতে হবে।
৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।
৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।
৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।
এমএএস/ওএফ