Logo

ক্যাম্পাস

পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের গণঅনশন

Icon

জাবি সংবাদদাতা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১০

পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের গণঅনশন

ছবি : বাংলাদেশের খবর

অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণঅনশন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তারা।

এ সময় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘২৪ সালে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেটি ছিল কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন। আমরা সব অযৌক্তিক কোটার বিলুপ্তি চেয়েছিলাম। অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেখতে পাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রশাসনে আসীন হয়ে অযৌক্তিক পোষ্য কোটা বহাল রাখার মাধ্যমে শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন। সেই জায়গা থেকেই আমরা আজ আমরণ গণঅনশন পালন করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো অযৌক্তিক পোষ্য কোটা বিদ্যমান। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়ে আসছি। যেহেতু এই কোটার কোনো যৌক্তিকতা নেই, সেহেতু এটি সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

‘দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা আজ আমরণ গণঅনশন কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিক পোষ্য কোটা বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’ বলেন সিয়াম।

আমানউল্লাহ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর