Logo

ক্যাম্পাস

কুবিতে খেলোয়াড়দের দেওয়া সনদে বানান ভুল

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭

কুবিতে খেলোয়াড়দের দেওয়া সনদে বানান ভুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগীয় শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রদানকৃত সনদে বানান ভুল করেছে কর্তৃপক্ষ। সনদে তৃতীয় স্থান অধিকারী দলের খেলোয়াড়দের প্রদান করা সনদে '3rd Palace' লেখা রয়েছে। যার শুদ্ধ বানান '3rd place'। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। 

জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর শুরু হয় আন্তঃবিভাগীয় শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। কয়েকবার মারামারির ঘটনায় খেলা স্থগিত হলেও পরবর্তীতে ১৯ ডিসেম্বর বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে সকাল ১০ টায় প্রত্নতত্ত্ব বিভাগকে ০-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

সনদে ভুল থাকা নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় তৌকির আহমেদ বলেন, ‘বানান ভুল করা কুবির শারীরিক শিক্ষা বিভাগের নিত্যদিনের কাজ। শুধু এবারই নয়, এর আগেও অনেকবার এই বিড়ম্বনায় পড়তে হয়েছে শিক্ষার্থীদের। কখনো শিক্ষা বানান ভুল, তো কখনো কুমিল্লা বানান ভুল। সার্টিফিকেটের মতো সেন্সিটিভ ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন আচরণ করা তাদের কাছে খুবই তুচ্ছ ও স্বাভাবিক বিষয়। তবে এতগুলো বানানের মধ্যে শুধু একটি বানান ভুল করার জন্য শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই!’

গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধিনায়ক মোবাশ্বের আলী মিনার বলেন, ‘ভার্সিটি লেভেলে স্পোর্টসের একটা সার্টিফিকেটের প্রতি খেলোয়াড়দের একটা অন্যরকম ফেসিনেশন থাকে। দুই মাসের একটা টুর্নামেন্ট শেষে আমরা সার্টিফিকেট পেয়ে যখন সার্টিফিকেটে বানান ভুল দেখি, তখন আমরা স্বাভাবিকভাবে হতাশ হই। ভুল বানানযুক্ত এই সার্টিফিকেটগুলো এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজের প্রমাণ হিসেবে কোথাও ব্যবহার করতে চাইলেও ব্যবহার করতে পারব না। এর আগে আমাদের আরেকটা টুর্নামেন্টের সার্টিফিকেটেও বানান ভুল আসছিল, যে কারণে ওই সার্টিফিকেটগুলো আমরা কোথাও ব্যবহার করতে পারিনি। এই সার্টিফিকেটের প্রতি প্রশাসনের এত উদাসীন হওয়া খুবই দুঃখজনক।’

এ বিষয়ে শারীরিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মনিরুল আলম বলেন, ‘আমি এই বিষয়টি আজকে জানতে পেরেছি, একটি বানান ভুল আছে। ভুল তো হতেই পারে, যেকোনো জায়গায়ই ভুল হয়। আমরা বিভাগকে জানিয়েছি বানান সংশোধন করে আবার প্রদান করব।’

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহবার উদ্দিন বলেন, ‘বানান ভুলের কথা আমি মাত্র শুনলাম। আমি বলে দেব যেন স্বল্প সময়ের মধ্যে ভুলগুলো সংশোধন করে দেওয়া হয়। বিগত সময়ে কী ভুল হয়েছে, আমার তা জানা নেই। তবে আগামীতে আমরা আরও সর্তক থাকব।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর