Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০০৬ সালের বিশ্ববিদ্যালয় আইন ৪৩(৪) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না বা কোনো রাজনৈতিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পারবেন না।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ৪৩(৪) ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হইতে পারিবেন না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে এবং একাডেমিক পরিবেশ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিষিদ্ধ।’

সাইফুল ইসলাম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর