Logo

ক্যাম্পাস

সহকারী জজ পদে উত্তীর্ণ জবির ৮ শিক্ষার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩

সহকারী জজ পদে উত্তীর্ণ জবির ৮ শিক্ষার্থী

১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে নিয়োগের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের আটজন শিক্ষার্থী। রোববার (২৩ ফেব্রুয়ারি) এ পদে মোট ১০২ জন সুপারিশপ্রাপ্তের তালিকা প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস)।

বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সহকারী জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তরা হলেন—বৈশাখী রানী কর্মকার, এম. এ. উমায়ের, তানজিনা এলিন, ছোটন আহমেদ, শান্ত দেব রয় অর্ণ, মামুন হোসেন, মিম আক্তার ও মাহমুদা আখি।

অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল স্কুল অপেক্ষাকৃত নবীন হলেও আমরা আইনের শিক্ষার জগতে উজ্জ্বল স্থান করে নিতে সক্ষম হয়েছি।

সারা বাংলাদেশে এতগুলো ল স্কুলের মাঝেও আমাদের ৮ জন সহকারী জজ হয়েছেন। আমরা বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক সবাই খুবই আনন্দিত। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অন্তর থেকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আমাদের অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত সংকীর্ণ। এর মধ্যেও আমাদের শিক্ষকরা অত্যন্ত ডেডিকেশন নিয়ে কাজ করেন এবং আমাদের শিক্ষার্থীরা সফল হয়েছে, এটা খুবই প্রাপ্তির বিষয়। আমাদের শিক্ষার্থীরা দরিদ্রবান্ধব জাজিং করবে, সেই প্রত্যাশা রাখছি।

  • জান্নাতুন নাইম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর