Logo

ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ঢামেক প্রতিনিধি ও ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৪ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আনিকা ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নতুন হাট গ্রামে। 

এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনাটি আমরা জানার সাথে সাথে থানায় যোগাযোগ করেছি। এই ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে আটক করেছে নিউ মার্কেট থানা পুলিশ। 

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন  বলেন, ‘ঘটনার পর সন্দেহজনক বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএমআই/এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর