Logo

ক্যাম্পাস

অনিয়ম ও হয়রানি বন্ধে ১৯ দাবি জবি ছাত্র ফ্রন্টের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

অনিয়ম ও হয়রানি বন্ধে ১৯ দাবি জবি ছাত্র ফ্রন্টের

শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস, ইউজিসি কৌশলপত্র ও সান্ধ্যকালীন কোর্স বাতিল, অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালুসহ ১৯ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সম্মেলন করে সংগঠনটি। এ সময় তারা উপাচার্য বরাবর তাদের দাবিনামা উপস্থাপনের কথা জানান।

তাদের দাবিগুলো হলো

  • বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু নীতিমালা সংযোজনসহ শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে। 
  • ভর্তুকি দিয়ে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারসহ কাফেটেরিয়া উন্নয়ন করতে হবে। 
  • ২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন এবং এর আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। 
  • শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ, তহবিল নিশ্চিত ও মানসম্মত প্রকাশনায় আর্থিক প্রণোদনা দিতে হবে। 
  • শিক্ষক নিয়োগে গবেষণা অভিজ্ঞতা অগ্রাধিকার, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। 
  • মেডিকেল সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারে ২৪ ঘণ্টা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাড়াতে হবে। 
  • ইউজিসির কৌশলপত্র বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। 
  • প্রতিটি বিভাগে আধুনিক ল্যাব, শিক্ষাসুবিধা ও উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন সেল কার্যকর ও অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। 
  • বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও দুর্নীতি শ্বেতপত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে সকল অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে। 
  • ওয়ান-স্টপ-সার্ভিস চালু করতে হবে।
  • শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট এবং নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। 
  • কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রেখে আধুনিকীকরণ করতে হবে। 
  • ক্যাম্পাসে বাসের সংখ্যা ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। 
  • ক্যাম্পাসের পরিবেশ উন্নত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার প্রেক্ষিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
  • শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ এবং Graduate Teaching Assistant নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

সম্মেলন শেষে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা খুবই ভয়াবহ ও সংকটপূর্ণ সময় পার করছি। মানুষের নিরাপত্তা ও একাধিক ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাস্তায় নামছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠছে। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাই।   

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর