Logo

ক্যাম্পাস

রমজানে জবিতে ক্লাসের নতুন সময়সীমা

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

রমজানে জবিতে ক্লাসের নতুন সময়সীমা

আসন্ন রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস এবং অফিসের সময়সীমা সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিস সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। এছাড়া দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, দেখা যায় বিকালে অনেক সময় রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। সেজন্য তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা, যাতে সবাই সময়মতো বাসায় ফিরতে পারেন।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর