Logo

ক্যাম্পাস

দাবি পূরণের আশ্বাসে ইব্রাহীম খলিলের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১

দাবি পূরণের আশ্বাসে ইব্রাহীম খলিলের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম খলিল জবি উপাচার্যের দাবি পূরণের আশ্বাসে ‘অবস্থান কর্মসূচি’ প্রত্যাহার করেছেন।

সোমবার (২৪) ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় জবি উপাচার্যের দপ্তরে তিনি ‘অবস্থান কর্মসূচিতে’ বসেন। দুপুর ১২টায় জবি উপাচার্যের সঙ্গে ইব্রাহীম খলিলের সাক্ষাৎ শেষে তিনি কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে দেওয়া ৩ দাবির স্মারকলিপি প্রদান ও বিকল্প ব্যবস্থা উপাচার্যের সামনে উপস্থাপন করেন। তার দাবিগুলো হলো- ৪টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিতে হবে। ন্যাশনাল মেডিকেলের সাথে চুক্তি করতে হবে, যেখানে ন্যাশনাল মেডিকেলের সকল সেবা জবি শিক্ষার্থীরা ৩২ শতাংশ অর্থব্যয়ে গ্রহণ করতে পারবে। ‘জবি মেডিকেল সেন্টারে’ অনিয়মিত অসুস্থ শিক্ষার্থীদের ৮০ শতাংশ ওষুধ প্রদান করতে হবে। এ ছাড়া ডেঙ্গু টেস্ট ও এক্স-রে চালু করতে হবে। আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থী-শিক্ষক, কর্মকতা-কর্মচারী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আশেপাশে ৫টি হাসপাতালে চুক্তির চিঠি পাঠিয়েছি। এ্যাম্বুলেন্স বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি।

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যেই ৩ দিন ‘জবি মেডিকেল সেন্টার’ পরিদর্শন করেছি। প্রয়োজনীয় বিষয়গুলো  ঠিক মতো দেওয়ার ব্যবস্থা করেছি৷ ইব্রাহীমের দেওয়া দাবিগুলো আমরা আগে থেকেই ভাবছি। আমরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করব।


এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেন ইব্রাহিম খলিল।

উপাচার্যের সাথে ইব্রাহীম খলিলের মিটিংয়ের সময় জবি প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা, দাবিসমূহে একাত্মতা প্রকাশকারী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জান্নাতুন নাইম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর