Logo

ক্যাম্পাস

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাস খাদে, আহত ৩০

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাস খাদে, আহত ৩০

ছবি : বাংলাদেশের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া এলাকায় বাসটি উল্টে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওভারটেকের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

ইবি নিরাপত্তা সেলের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আমরা অনেক আহত শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে এনেছি। প্রাথমিকভাবে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে ইবি থানা ওসি মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি হয়নি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। কেউ গুরুতর আহত কি না, তা নিশ্চিত হতে আমরা মেডিকেলে যাচ্ছি। নতুন কোনো তথ্য পেলে দ্রুত জানাব।’

মাসুম শাহরিয়ার/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর