Logo

ক্যাম্পাস

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দাবির পক্ষে সংগৃহীত সহস্রাধিক স্বাক্ষর জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ‘সম্মিলিত ডাকসু আন্দোলনের’ ব্যানারে প্রশাসনিক ভবনের উপাচার্য অফিসের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

সম্মিলিত ডাকসু আন্দোলন প্লাটফর্মের নেতৃস্থানীয় আরবি বিভাগের শিক্ষার্থী জামালুদ্দিন খালেদ বলেন, অভ্যুত্থানের পর ৭ মাস অতিবাহিত হলেও এখনো তারা কী সংস্কার করছে তা আমাদের বুঝে আসে না। তারা সংস্কারের কথা বলে সময়ক্ষেপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সহিংস রাজনীতির ধারা তৈরি হওয়ার সম্ভবানা তৈরি হচ্ছে৷ আমরা যারা রাজনীতি করি না ক্যাম্পাসে তাদের কোনো অভিভাবক নেই। প্রশাসন নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। তাদের সকল সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে।

তিনি বলেন, আজকের মধ্যে ডাকসুর রোডম্যাপ দিতে হবে। এ দাবিতে আমরা সংগৃহীত সাক্ষর উপাচার্যের হাতে পৌঁছাব। এতে কাজ না হলে এখানে আমরণ অনশন করব। 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, ডাকসু রাজনৈতিক অরাজনৈতিক সকল শিক্ষার্থীর। কিন্তু নির্দিষ্ট সংগঠন দ্বারা প্রভাবিত হয়ে এই প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে। শুরুতে আমরাই সময় দিয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি  প্রশাসন নানা অযুহাতে কেবল সময় নষ্ট করছে। সারাদেশে ক্যাম্পাসগুলোতে ডাকসুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করেছিলাম। তারা নানা কমিটি করেছে সংস্কারের জন্য। সংস্কারের মূলা ঝুলিয়ে তারা কালক্ষেপণ করছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে ডাকসুর রোডম্যাপ ঘোষণার পক্ষে গণসাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেন এ শিক্ষার্থীরা। গত ৫ দিনে এ কর্মসূচির মধ্য দিয়ে এক হাজারের বেশি সাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানান তারা।

এমএমআই/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর