Logo

ক্যাম্পাস

মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা হতে পারে

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা হতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সম্মিলিত ডাকসু আন্দোলনের একদল শিক্ষার্থী।

কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মিটিংয়ে বসেন ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও প্রক্টর। দীর্ঘ মিটিংয়ের মধ্য দিয়ে ঢাবি প্রশাসন থেকে বলা হয়, যেহেতু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ৪টি কমিটি গঠন করা হয়েছে, সুতরাং প্রসিডিউর মেইনটেইন করা ছাড়া এখনই কোনো ঘোষণা দেওয়া সম্ভব নয়। এটি বৈধও হবে না। 

তবে ডাকসু কেন্দ্রিক কয়েকটি বিষয় নিশ্চিত করেছে ঢাবি প্রশাসন। এর মধ্যে রয়েছে, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণার বিষয়টি।

১. বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ৪টি কমিটির কার্যক্রমের হালনাগাদ জানানো হবে। 

২. মঙ্গলবার সিন্ডিকেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী দশ দিনের মধ্যে দ্বিতীয় সিন্ডিকেট মিটিং আহ্বান করা হবে। দ্বিতীয় সিন্ডিকেট মিটিংয়ে সংস্কার প্রস্তাবনা ও আচরণবিধি অনুমোদনের বিষয়টি তোলা হবে। 

৩. এই সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশনার নিয়োগ, ভোটার তালিকা হালনাগাদ সহ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই তিনটি বিষয় নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি থেকে সংগৃহীত স্বাক্ষর ভিসির কাছে হস্তান্তর করে।

মোহাইমিনুল ইসলাম/এমজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর