Logo

ক্যাম্পাস

নবিকে নিয়ে রাবি শিক্ষার্থীর কটূক্তির অভিযোগ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬

নবিকে নিয়ে রাবি শিক্ষার্থীর কটূক্তির অভিযোগ

কটূক্তিকারী শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। মঙ্গলাবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযোগ ওঠে। 

এর আগে এদিন ফেসবুকে নবিজিকে নিয়ে আসাদ নুরের কটূক্তিমূলক একটি পোস্ট শেয়ার দেন ওই শিক্ষার্থী।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম সাগর হোসেন। তিনি রাবি সমাজকর্ম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে আসাদ নুরের ওই পোস্ট শেয়ারের পর তার কক্ষে যান হলের শিক্ষার্থীরা।

সাগরের ফেসবুক পোস্ট 

পরে বিষয়টি জানতে পেরে হল প্রভোস্ট ও সহকারী প্রক্টর সেখানে যান। তারা সাগরের সিট বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক শাহ মাহদী বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। হলে তার সিট বাতিল করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাগরের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কামরুজ্জামান ফাহাদ/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর