Logo

রাজধানী

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্য গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান ও নিকুঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযানে অংশ নেয় র‍্যাব, এবং  সংশ্লিষ্ট থানা পুলিশ। 

আইএসপিআর আরও জানায়, অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং 'কুটি গ্রুপ' এর নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশ ( সাব্বির)সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য,  ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীসহ ৫১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর