Logo

রাজধানী

কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১

কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কামরাঙ্গীরচর বড় গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি, দিনাজপুরের শ্রীবরদী উপজেলার রানীবন্দর গ্রামের মো. হারিছ ইসলামের ছেলে মো. শাওন ইসলাম (২০)। তিনি বড় গ্রাম এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শাহিন ইসলাম বলেন, শাওন পেশায় পাঞ্জাবির কারখানার আয়রন ম্যান। রাতে শাওন  বাসায় ফেরেনি পাশের একটি ভবনে এর আগে আমরা পরিবারের লোকজন ভাড়া থাকতাম ওই বাসার চার তলা থেকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনা হয়। 

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর