ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিমকে প্রত্যাহার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৬:১৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি মডেল মেঘনা আলমকে আটক ও বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো নিয়ে সমালোচনার মুখে পড়ে পুলিশ। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, এই বিতর্কের পরপরই রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এরপর সিআইডি, জেলা পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মেঘনা আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। আজ রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘনের শামিল।’
ডিআর/এমএইচএস