
গাজীপুরের টঙ্গীর বনমালা হাজী মার্কেট এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউনের মালিক ইমরান হোসেন, কালাম ও সালাহউদ্দিনের মালিকানাধীন প্রায় ৬ হাজার স্কয়ার ফুটের চারটি ঝুটের গুদাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি।
এমএএস/এমআই