Logo
Logo

রাজধানী

রাজধানীতে বিদেশি মদ ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৮

রাজধানীতে বিদেশি মদ ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর গুলশান এলাকা থেকে ১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ রিপন ঢালী নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রোববার সন্ধ্যায় ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে জানান, শনিবার রাতে গুলশান থানাধীন হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ৷

তিনি আরও জানান, কতিপয় মাদক কারবারি গুলশান ১নং গোলচত্বর থেকে একটি প্রাইভেটকার যোগে মাদকসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম পুলিশ প্লাজা কনকর্ডের সামনে সড়কের ওপর অবস্থান নেয়। প্রাইভেটকারটি শনাক্তের পর ডিবির টিম সেটিকে থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারটি ডান পাশের আইল্যান্ডে লেগে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকের পেছনের সিটে থাকা একজন দৌঁড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশি করে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ১৪টি কাগজের কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। 

এ ঘটনায় গাড়ির চালক রিপন ঢালীকে আটক করা হয়েছে। রিপন ঢালী ও পলাতক বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন পলাতক আসামি বাশারের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গুলশান এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিদেশি মদ বিক্রি করে আসছেন। উদ্ধার হওয়া বিদেশি মদ তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকারোক্তি দিয়েছেন।

ডিএমপির মুখপাত্র আরও জানান, গুলশান থানার মামলায় আটকদের রোববার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক আসামি বাশারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নূর মোহাম্মদ মিঠু/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর