ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সোলায়মান মিয়া (৫২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
সোলায়মান মিয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে।
কারা সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার একটি হত্যা মামলার বন্দি ছিলেন তিনি।
এআই/এমজে