পল্লবীতে আগুন
দগ্ধ ৭ জনের ৫ জনই না ফেরার দেশে
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
রাজধানীর পল্লবীতে গত ২৪ নভেম্বর গ্যাসের আগুন থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া সাতজনের ঘটনায় স্বপ্না বেগম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। বাবা, মা ও দুই ছেলের পরে মারা গেলেন পাশের রুমের ওই নারী।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, একই চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে একই পরিবারের আব্দুল খলিল, তার স্ত্রী রুমা আক্তার এবং দুই ছেলে মোহাম্মদ ও আব্দুল্লাহ মারা যায়।
এছাড়াও দগ্ধদের মধ্যে সপ্নার স্বামী শাহজাহানকে (৩৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল মালেকের মেয়ে স্বপ্না।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর পল্লবীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছিল।
তখণ দগ্ধ ও পরে নিহত খলিলের ভায়রা আব্দুল হালিম জানিয়েছিলেন, ওই বাসায় কোনোভাবে পুরো রুম গ্যাসে ভরে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে কয়েল ধরানোর জন্য আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিয়ে যান।
এআইবি/ওএফ