সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর অভিযান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫
রাজধানীর মাদকসেবীদের মুক্তমঞ্চ হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি বলেন, উদ্যানে অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান চলছে। আজকে দ্বিতীয় দিনের অভিযান পরিচালিত হচ্ছে। শনিবারও অভিযান পরিচালনা করা হয়েছিল।
তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান গাঁজাসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। এছাড়াও বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে।
পরিবেশগত ভারসাম্য যাতে বজায় থাকে সেজন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা জানাতে পারেননি তিনি।
এমএম/ওএফ