Logo

রাজধানী

বিজয় দিবসে যেসব পার্কে টিকিট লাগবে না শিশুদের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৬

বিজয় দিবসে যেসব পার্কে টিকিট লাগবে না শিশুদের

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ছয়টি পার্ক শিশুদের জন্য সোমবার (১৬ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা হয়েছে। এসব পার্কে বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্কের কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। উক্ত কর্মসূচির আলোকে সকল শিশু পার্ক মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নার টেকের দ্য হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড ও মিরপুরের তামান্না শিশু পার্কের কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর