Logo
Logo

রাজধানী

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন সভাপতি রিভা গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:৪৫

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন সভাপতি রিভা গ্রেপ্তার

জুলাই বিপ্লবের গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ইডেন সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার টিম।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকেও গ্রেপ্তার করে।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা বেশ কয়েকটি মামলার আসামি। এ ছাড়া, তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছে।

উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান রিভা। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন রিভা। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনায় বারবার তার নাম এসেছে।

এমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর