Logo
Logo

রাজধানী

ছিনতাইকারীর ছুরি প্রাণ কাড়ল ১৮ বছরের হাবিরের

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩

ছিনতাইকারীর ছুরি প্রাণ কাড়ল ১৮ বছরের হাবিরের

বিজয় দিবসের আগের দিন রাজধানীর সড়কে প্রাণ দিলেন ১৮ বছরের হাবিবউল্লাহ হাবিব। রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

হাবিবের বন্ধু সোহেল রানা বলেন, আহসান ক্যাটারিং নামে একটি প্রতিষ্ঠানে এ কাজ করতেন হাবিব। তার বাড়ি ময়মনসিংহ সদরের সানাদিয়া গ্রামে। তার বাবার নাম নায়েব আলী। 

হাবিব মগবাজারে ভাড়া বাসায় থাকতেন উল্লেখ করে সোহেল রানা বলেন, রোববার ভোরে হাবিব গ্রামের বাড়ি থেকে মগবাজারের বাসায় ফিরছিলেন। মগবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয় হাবিব। 

সোহেল বলেন, পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা পৌনে ৬টায় মারা যায় হাবিব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এআইবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর