ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলের মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
নিহত যুবক, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের চরসিয়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে রাকিব (২৪)। তিনি পেশায় গার্মেন্টেস কর্মী ছিলেন। বর্তমানে গাজীপুরে থাকতেন।
জানা গেছে, হাতিরঝিলে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন রাকিব। ওই এলাকার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। তখন কয়েকজন অপরিচিত যুবক তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালু ভ্যানচালক রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা হাতিরঝিলে পরিবার নিয়ে থাকি। রাকিব আমাদের বাসায় বেড়াতে এসেছিল।’
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
এআইবি/এমআই