Logo
Logo

রাজধানী

২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

টানা ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় রেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করে রেখেছিল রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে তুলে নেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা বিভাগীয় রেলওয়ের ম্যানেজার মহিউদ্দিন আরিফ ঘটনাস্থলে এসে রেলওয়ে কর্মচারীদের এই আশ্বাস দেন।

আন্দোলনকারীরা বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধ না হলে আগামী রোববার (২২ ডিসেম্বর) কঠোর কর্মসূচি দেয়া হবে।’

এনকেবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর