রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, দুইদিনে ২৪৪৪ মামলা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে (১৫ ও ১৬ ডিসেম্বর) ২ হাজার ৪৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উল পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত রবিবার (১৫ ডিসেম্বর) ও সোমবার (১৬ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।’
তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযান অব্যাহত থাকবে।’
এনএমএম/এমজে