Logo
Logo

রাজধানী

ইজতেমা মাঠের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

ইজতেমা মাঠের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পরে দুপুরের দিকে ইজতেমা মাঠ ছাড়ার ঘোষণা দেন সাদপন্থীরা।

সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ বলেন, ‘কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয় তাই আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সকল সাথী ভাইদের বলছি, মাঠ ছেড়ে কামারপাড়া রোড দিয়ে পশ্চিম পাশে যে মারকাজ আছে সবাই সেখানে চলে যান। সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা যার যার মতো চলে যাব। আইনশঙ্খলা বাহিনী সেখানে সবাইকে সহযোগিতা করবেন।’

সংঘর্ষে নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে যোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

এমএম/ওএফ

বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষ

আরও পড়ুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর