Logo
Logo

রাজধানী

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর কড়াইল বস্তির বউবাজারে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, কড়াইলের বউ বাজারে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচ ইউনিটসহ মোট সাত ইউনিট পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর