পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত, পলাশী মোড় অবরোধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ নামে বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় দুপুর ১২টার দিকে পলাশী মোড় অবরোধ করেছে বুয়েট শিক্ষার্থীরা।
এর আগে পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রাইভেটকারটি একজন সেনাকর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটি কে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিআর/এমএম/এসবি