প্রতীকী ছবি
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন।
তিনি বলেন, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি তিনি।
এমএম/এমআই