Logo
Logo

রাজধানী

মগবাজারে আহত যুবকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২০

মগবাজারে আহত যুবকের মৃত্যু

রাজধানীর মগবাজারের রেললাগেইট এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত যুবক আপন (২০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মগবাজার রেলগেইট এলাকায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে একটি হাসপাতাল নেন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টায় মারা যান আপন ।  

এসব তথ্য জানিয়েছেন, উদ্ধারকারী পথচারী বাপ্পি। তিনি বলেন, রেলগেইট এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে ছিলেন আপন। ধারণ করা হচ্ছে, চলন্ত ট্রেনের সাথে ধাক্কায় আহত হয়েছেন।   

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘আমি সংবাদ পেয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি।’

কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আপন। বর্তমানে মগবাজার এলাকায় থাকতেন। তবে কী করতেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

এমএমএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর