Logo
Logo

রাজধানী

কদমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

কদমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে মো. বেলাল হোসেন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলাল ভোলা সদর উপজেলার পূর্ব চরখালী গ্রামের ভ্যান চালক মো. আলমের ছেলে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সোয়া চারটায় কদমতলীর জামতলা তুষারধারা ভাড়া বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বেলাল তাদের বাসার পাশে বেলা সাড়ে ১১টার দিকে একটি বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে  নিশ্চিত হওয়া যাবে। 

মৃতের বাবা আলম বলেন, তার ছেলে জামতলা এলাকার মার্কাজুল জান্নাত নামে মাদ্রাসায় বাসা থেকে আসা-যাওয়া করে হাফেজী পড়তো। 

তিনি বলেন, সকালে সে মাদ্রাসায় গিয়েছিল। পরে বেলা আনুমানিক সাড়ে এগারোটায় বাসার পাশে খালি জায়গায় বাঁশের সাথে ঝুলতে দেখে লোকজন সংবাদ দেন। ততক্ষণে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। কীভাবে বা কী কারণে এ অবস্থা হয়েছে সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি। 

কদমতলীর জামতলা তুষার ধারা মনির হোসেনের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো মৃত বেলাল।

এআই/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর