Logo
Logo

রাজধানী

প্রধান বিচারপতির বাসভবনের সামনে গণঅনশনে ইনকিলাব মঞ্চ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

প্রধান বিচারপতির বাসভবনের সামনে গণঅনশনে ইনকিলাব মঞ্চ

অভ্যুত্থানে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতরা ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হওয়া প্রধান বিচারপতির বাসভবনে সামনে গণঅনশন বসেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চায় তারা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনে যেতে চায় ইনকিলাব মঞ্চের নেতারা। কিন্তু পুলিশের বাধার মুখে দুপুর সোয়া ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন তারা। তবে, বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা তাদের দাবিগুলো শুনলে এতে তারা  স্থান ত্যাগ করবেন বলে জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে লীগের কমিটির সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের চেষ্টা, না পারলে সরকারকে দায়িত্ব ছাড়তে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন পর্যন্ত পাঁচজন শহীদ হয়েছেন। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না কেন? রাজনৈতিক দলের মাঠে থাকার কথা ছিল, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি।

তিনি বলেন, তৃণমূলে ছিনতাই-চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এতো দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করার কথা হচ্ছে, তখন জঙ্গিলীগ গুপ্ত হত্যা করছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জুলাই-অগাস্টের গণআন্দোলনে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন মঞ্চের নেতাকর্মীরা।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর