Logo

রাজধানী

সুবিধাবঞ্চিতদের জন্য স্বপ্নজয় বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭

সুবিধাবঞ্চিতদের জন্য স্বপ্নজয় বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বপ্নজয় বাংলাদেশ আয়োজন করল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (২১ ডিসেম্বর) এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এজাজুল ইসলাম, ডা. আসাদ, এবং ডা. অমিত আহসান রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। প্রাথমিকভাবে শতাধিক রোগী এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন, যা তাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং স্বপ্নজয় বাংলাদেশের উপদেষ্টা সাগরিকা নাসরিন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই উদ্যোগ অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।’

স্বপ্নজয় বাংলাদেশের সভাপতি ফাহরাবী বীনতে সাদেক এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিও।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি মো. হারুনুর রশিদ এবং ইন্সপেক্টর জহির উদ্দিন মো. তৈমুর আলী। তারা এই উদ্যোগকে ‘মানবিক দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে আরও মানুষকে এই ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং দীর্ঘমেয়াদে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে। এই মেডিকেল ক্যাম্প সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি নতুন আশার আলো হয়ে উঠেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর