ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশ থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাসেল পারভেজ।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সেখান থেকে অচেতন অবস্থায় নবজাতকেটিকে উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত ওই নবজাতককে কেউ ফেলে রেখে গেছে।’
এআই/এমজে