Logo
Logo

রাজধানী

ফ্লাডলাইট টাওয়ারে ওঠা নারীকে ৬০ ফিট উঁচু থেকে উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫

ফ্লাডলাইট টাওয়ারে ওঠা নারীকে ৬০ ফিট উঁচু থেকে উদ্ধার

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের মহিলা গেটের কাছে অবস্থিত ফ্লাডলাইট টাওয়ারে ৬০ ফিট উঁচুতে উঠে বসে থাকা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঐ নারীর টাওয়ারে ওঠার ঘটনাটি জানানো হয়।

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনকল পাওয়ার পর সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে নিরাপদভাবে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে পল্টন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে আনোয়ার সাত্তার জানান, ‘৯৯৯ সেবার মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলার নিরাপত্তা নিশ্চিত করেছি। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের দক্ষতার মাধ্যমে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর